‘ভিকি খুব বাজে ফ্লার্ট করে’

আজ জন্মদিন ভিকি কৌশলের। কয়েক বছরে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। ‘লাভ শাভ তে চিকন খুরানা’, ‘বোম্বে ভেলভেট’ সিনেমায় ছোট চরিত্রেও অভিনয় করেছেন। পরবর্তীতে ‘উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জয়ী হন। নিজের ক্যারিয়ার নিয়ে খুব একটা কথা বলেন না এই অভিনেতা।

তবে করণ জোহরের ‘কফি উইথ করণ’ শো এর মাধ্যমে ভিকি কৌশলের লাইফ নিয়ে একটি মজার ঘটনা উঠে এসেছিল।

শোয়ের মাধ্যমে একবার ভিকির বন্ধু অমৃতপাল সিং বিন্দ্রা ভিকির উদ্দেশ্যে এক ভিডিও বার্তা পাঠান। অমৃতপাল ভিডিও ম্যাসেজে জানিয়েছেন, ‘ভিকি খুব বাজে ফ্লার্ট করে। যে মেয়েই ওর সঙ্গে ফ্লার্টিং করার চেষ্টা করুক, ও কিছুই বুঝতে পারেনা। একবার এক পার্টিতে অন্য শহর থেকে একটি মেয়ে এসেছিল শুধুমাত্র ভিকিকে মনের কথা খুলো বলবে বলে। মেয়েটি খুব পছন্দ করতো। কিন্তু আগেই বলেছি ও তার ইশারা তো বোঝেইনি, বরং তার ভালো লেগে যায় ওই পার্টিতে আরেকটি মেয়েকে।’

ভিকি করণকে জানায়, ‘পরেরদিন সকালে আমি সবটা জানতে পারি। তখন আমার রিয়েকশন ছিল, অব তো লেট হো গ্যায়া ব্রো।

ভিকি কৌশলকে নিয়ে বলিউডে গুঞ্জন ক্যাটরিনা কাইফের সাথে তার প্রেম চলছে তবে এখনও এই বিষয় নিয়ে তারা প্রকাশ্যে কিছু বলেননি।

 

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন