‘ভারত থেকে ভালোবাসা পাচ্ছি’

নেটফ্লিক্স থেকে এ বছরের শেষ দিকে ‘মানি হাইস্ট’ সিরিজটির চূড়ান্ত সিজন মুক্তি পাবে। বিদায়ের শেষ মুহুর্তে আবেগপ্রবণ হয়েছেন সিরিজটির প্রধান চরিত্রে থাকা দ্য প্রফেসর। তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তার অনুভূতিগুলো।

প্রফেসর ওরফে আলভারো মোরতেকে ইন্ডিয়ান এক্সপ্রেস প্রশ্ন করেছিল, ভারতে আপনার অনেক ভক্ত আছে বিষয়টি আপনি জানেন? জবাবে আলভারো বলেন, ‘ভারত থেকে ভালোবাসা পাচ্ছি । এই একটি দেশ, যা আমি দেখতে চাই এখন। আমি ভারতীয়দের কাছ থেকে প্রচুর বার্তা পাই।’

‘মানি হাইস্ট’ সম্পর্কে অভিনেতা বলেন, ‘এই সেট থেকে বিদায় নেওয়াটা ছিল সত্যিই কষ্টকর। তবে একই সঙ্গে সুখের এ জন্য যে এ সিরিজটাই মূলত আলভারোর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।’

২০১৭ সালে নেটফ্লিক্সে শুরু হয় সিরিজটি এবং প্রথম সিজনেই গোটা দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন