ভারতে ‘এন্ডগেম’-এর পরই ‘স্পাইডার-ম্যান’

গত ১৬ ডিসেম্বর ভারতে মুক্তি পেয়েছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সর্বশেষ সংযোজন ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। মুক্তির প্রথম দিনেই চলচ্চিত্রটি ৩২.৬৭ কোটি রুপির ব্যবসা করেছে। এতে ভারতে এই বছর মুক্তি পাওয়া বলিউড ও তার বাইরের সব চলচ্চিত্রের মধ্যে সেরার জায়গা দখল করে নিয়েছে ‘স্পাইডার-ম্যান’। এর আগে এই অবস্থানে ছিল সম্প্রতি মুক্তি পাওয়া রোহিত শেট্টির পরিচালনায় অক্ষয় কুমার অভিনীত বলিউড অ্যাকশন থ্রিলার ‘সূর্যবংশি’। আর সর্বকালের সেরা মুক্তির তালিকায় ৫৩.৬ কোটি রুপি নিয়ে ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ই শুধু ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ওপরে আছে।

ভারতে সম্প্রতি আন্তর্জাতিক চলচ্চিত্র, বিশেষ করে মার্ভেল সুপারহিরো চলচ্চিত্রের কদর দিন দিন বাড়ছে। ২০০২ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান’ চলচ্চিত্রটির এযাবত মোট আয় যেখানে ২৬ কোটি রুপি, সেখানে মুক্তির প্রথম দিনেই একে ছাড়িয়ে গেছে স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। প্রথম দিনের আয়ের হিসেবে শীর্ষ দশ চলচ্চিত্রের তালিকায় ছয়টিই মার্ভেলের। তালিকায় এছাড়াও আছে ফ্যাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির তিনটি চলচ্চিত্র, আর সবশেষে আছে ডিজনির ২০১৯ সালের চলচ্চিত্র ‘দ্য লায়ন কিং’।

ভারতের বক্স অফিসে প্রথম দিনের আয়ের তালিকায় শীর্ষে আছে যেসব হলিউড চলচ্চিত্র –

অ্যাভেঞ্জারস এন্ডগেম – ৫৩.৬ কোটি

স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম – ৩২.৬৭ কোটি

অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার – ৩১.৩ কোটি

ফিউরিয়াস এইট – ১৪ কোটি

হবস অ্যান্ড শ – ১৩.১৫ কোটি

ক্যাপ্টেন মার্ভেল – ১৩ কোটি

ফ্যাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন – ১২.৩ কোটি

ডেডপুল টু – ১১.২৫ কোটি

অ্যাভেঞ্জারস: এইজ অফ আলট্রন– ১১ কোটি

লায়ন কিং – ১০.১ কোটি

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন