বাংলা সঙ্গীতে অবদানের জন্য ভারতে আবারো সম্মাননা পেয়েছেন বাংলাদেশি সঙ্গীত পরিচালক কৌশিক হোসেন তাপস। অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন জানায়, গত ২ অক্টোবর পশ্চিমবঙ্গের হাওড়া শরৎ সদনে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল রত্ন সম্মাননা’ অনুষ্ঠানে তাপসকে এই সম্মাননা দেয়া হয়।
প্রতিক্রিয়ায় তাপস বলেন, “আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এমন প্রেরণাদায়ক সম্মাননায় আমাকে ভূষিত করার জন্য। যে কোনও সম্মাননাই আমাকে ভবিষ্যতে আরও ভালো কিছু করার ও দেশকে গর্বিত করার প্রচেষ্টায় দায়িত্বশীল করে তোলে।’’ এর আগে ভারতে ‘দাদা সাহেব ফালকে এক্সিলেন্সি অ্যাওয়ার্ড’ (২০১৮) ও ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’ অর্জন করেছিলেন তাপস।
এছাড়াও এই বছরের এপ্রিলে ‘গর্বের বাঙালি অ্যাওয়ার্ড ২০২১’ অনুষ্ঠানে তিনি পশ্চিমবঙ্গের কিংবদন্তি সঙ্গীতজ্ঞ ও শিল্পীদের পাশাপাশি সম্মাননায় ভূষিত হন। এই অনুষ্ঠানে সম্মাননা পেয়েছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, আরতি মুখোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, শান, নির্মাতা কৌশিক গাঙ্গুলি, গৌতম ঘোষ ও লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ।