ভাইরাল দেবলিনার ভিডিও!

দেবলিনা কুমার, টলিউডে হট গার্ল বললেও যাকে ভুল বলা হবে না। এই রঙ্গবতি অভিনেত্রী বরাবরই সোশ্যাল মিডিয়ায় অসাধারণ সব ছবি পোস্ট করে থাকেন। তবে যেকোনো ছবি শেয়ারেই যেনো নেটিজনদের কাছে ট্রলের স্বীকার হয়ে থাকেন এই অভিনেত্রী। বেশ কিছুদিন আগে হোলিখেলার ভিডিও শেয়ার করে ট্রলের মুখোমুখি হয়েছিলেন তিনি। নানারকম মন্তব্য, তবে কোনো মন্তব্যই তার কানে লাগার নয়। এই অভিনেত্রী নিশ্চিয়ই অবসর সময় পার করছেন তাই তো তার সৌন্দর্যের উষ্ণতা ছড়িয়ে দিচ্ছেন সবার মাঝে।

সম্প্রতি এই অভিনেত্রী শেয়ার করলেন তার আপলোড করা ‘ছুটির আমেজে’র ভিডিও ‘। আপলোড করা ভিডিওতে দেখা যাচ্ছে সাদা রঙের শার্ট,কালো রঙের শর্ট গেন্জি এবং হট প্যান্ট পরে সমুদ্র সৈকতে নেমে ‘হে উড়ি উড়ি’ বলিউড গানে মনের আনন্দে নাচ করতে।

অভিনেত্রী নিজেই তার ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন এবং সেই সাথে শিরোনামে লিখেছেন, ‘ছুটির আমেজ’।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন