‘বাহুবলী’ ছবি খ্যাত অভিনেত্রী আনুশকা শেঠি ‘দেবসেনা’ চরিত্র দিয়ে প্রশংসিত হয়েছিলেন। ফের একবার আলোচনায় উঠে আসলেন এই অভিনেত্রী তবে সেটা নতুন কোনো সিনোমর জন্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবি নিয়ে। ভাইরাল সেই অদেখা ছবিটির কি ছিল রহস্য ? ছবিতে শুরুতেই যা চোখে পড়ছে তাহলো অভিনেত্রীর ওজন। স্পষ্টই বোঝা যাচ্ছে অভিনেত্রীর ওজন বেড়েছে। তবে অভিনেত্রীর এই নো মেকাপ লুক নজর কেড়েছে দর্শকদের। মিষ্টি হাসি, ক্যাজুয়াল পোশাক, এলোমেলো চুল ও গালভরা হাসিতে মুগ্ধ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
অনেক দিন পর অভিনেত্রীকে এই ছবিতে দেখে কটুক্তি নয় বরং এক প্রকার প্রশংসা করেছেন অনেকেই। তবে কেউ কেউ আক্ষেপ করেছেন তাকে নিয়ে। এক ব্যক্তি তার সদ্য ছড়িয়ে পরা ছবি নিয়ে টুইট করে তাকে নিয়ে আক্ষেপ জানিয়েছেন, কেন তাকে নতুন কোনো কাজে দেখা যাচ্ছে না। জানা গেছে, বর্তমানে এই অভিনেত্রী তার নিজ বাড়ি বেঙ্গালুরুে আছেন এবং করোনার কারণে শুটিংয়ের কাজ বন্ধ রেখেছেন।