বড় ছবির বিনিময়ে পরিচালকের কুপ্রস্তাব

বলিউডে কাস্টিং কাউচ নিয়ে বিতর্ক চলছে বহুদিন ধরেই। এর আগেও এ বিষয়ে মুখ খুলেছেন বহু অভিনেত্রী। এবার সেই তালিকায় যুক্ত হল অভিনেত্রী প্রাচী দেশাই’র নাম। হিন্দুস্তান টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে প্রাচী জানিয়েছেন, তাকে একটি বড় ছবিতে অফার দেওয়া হয়েছিল, কিন্তু তার বিনিময়ে  কুপ্রস্তাব দেন পরিচালক নিজেই। এমনকি সেই জঘন্য প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরও পরিচালক তাকে আবার ফোন করেছিলেন।

সাক্ষাৎকারে অভিনেত্রী প্রাচী বলেন, ‘একটি বড় বাজেটের ছবিতে অভিনয়ের জন্য আামাকে একবার এই ঘৃণ্য প্রস্তাব দেয়া হয়েছিল। সঙ্গে সঙ্গে আমি না করে দেই। তারপরেও পরিচালক আমায় ফোন করতেন। তখন আমি তাকে বলেছিলাম, আমি আপনার সঙ্গে কাজ করতে চাই না।’

দীর্ঘ একটা সময়ের পর ওটিটি প্লাটফর্মে ‘সাইলেন্স ক্যান ইউ হিয়ার ইট’ ছবি দিয়ে অভিনয়ে কামব্যাক করলেন অভিনেত্রী। এবার সাক্ষাৎকারে আনা তার এই অভিযোগে আবারো সরব হয়েছে বলিউডপাড়া।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন