এই বছরের বড়দিনে মুক্তি পাবে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘’৮৩’।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত ‘’৮৩’ চলচ্চিত্রে কপিল দেব চরিত্রের অভিনেতা রনবীর সিং। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ছবি পোস্ট করে এই খবর জানিয়েছেন তিনি। ছবিতে তাকে দলের বাকিদের সঙ্গে দেখা যায়। ক্যাপশনে লিখেছেন, “এবার সময় শুরু। ‘’৮৩’ মুক্তি পাচ্ছে আগামী বড়দিনে।’’
১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে প্রথম বারের মতো ক্রিকেট বিশ্বকাপ জেতে ভারত। এই ঘটনা নিয়ে নির্মিত ‘’৮৩’ চলচ্চিত্রটি ২০২০ সালের ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা অতিমারির কারণে তা আটকে যাচ্ছিলো। মুক্তির তারিখ বার বার পিছিয়েছে অবশেষে বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলচ্চিত্রটি।