সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘বৈজু বাওরা’ চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড তারকা আলিয়া ভাট।
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় এক দৈনিক জানায়, সঞ্জয়ের আসন্ন ‘বৈজু বাওরা’ চলচ্চিত্রে রণবীর সিংয়ের সঙ্গে দীপিকা পাড়ুকোনের বদলে সম্ভবত জুটি বাঁধতে যাচ্ছেন আলিয়া ভাট। তবে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে বলে জানা গেছে।
রণবীর ও আলিয়া বর্তমানে করন জোহর পরিচালিত ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ চলচ্চিত্রের শুটিং করছেন। সূত্র বলছে, ‘‘বানসালির চলচ্চিত্রের আলোচনায় বসার আগে করনের চলচ্চিত্রের সিংহভাগ শুটিং সেরে নিতে চাইছেন রণবীর এবং আলিয়া। তাই কথাবার্তা না হওয়া পর্যন্ত কিছুই বোঝা যাবে না।’’
বানসালির ‘গোলিওঁ কি রাস লীলা রাম-লীলা’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’ চলচ্চিত্রের মতো ‘বৈজু বাওরা’ চলচ্চিত্রেও রণবীরের বিপরীতে দীপিকাই অভিনয় করবেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিলো। কিন্তু আগস্টের শুরুতে শোনা যায়, সহশিল্পী স্বামী রণবীরের সমান পারিশ্রমিক চাওয়ায় দীপিকাকে এই চলচ্চিত্র থেকে বাদ দেওয়া হয়েছে। তবে এই প্রসঙ্গে দীপিকা বা সঞ্জয় কেউই এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি।