বেতারে তালিকাভুক্ত নিশি

বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত হয়েছেন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা কণ্ঠশিল্পী নিশিতা বড়ুয়া।

কর্মব্যস্ততার কারণে ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতার ১৩ বছর পর এবার বেতারে অডিশন দিয়েছেন নিশিতা বড়ুয়া। তিনি বলেন, “বেতারে তালিকাভুক্ত হওয়া মানে জাতীয় শিল্পী হওয়া। একজন জাতীয় শিল্পীর স্বীকৃতি পেতে ১৩ বছর সময় নিয়েছি। এটা একদমই নিজের খামখেয়ালি ছাড়া আর কিছু নয়। কোভিডের কারণে ঘরে বসে থাকায় এখন আমার রিয়েলাইজেশন হয়েছে। কিন্তু অডিশনের সময় বারবার মনে হয়েছে, ব্যস্ততার পাশাপাশি বেতারকে গুরুত্বপূর্ণ মনে করা উচিত ছিল। আগের সিদ্ধান্ত আমার ভুল ছিল।“
২০০৬ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় রানারআপ হয়েছিলেন নিশিতা। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি তো আপনাআপনিই জয়ী হয়েছি। তখন তো আর এত কিছু ভেবে আসিনি যে সেরাদের মধ্যে থাকতে পারব। আমার তেমন কনফিডেন্স ছিল না। আমি শুধু স্বপ্ন দেখে অডিশন দিয়েছিলাম।“

বেতার অডিশনে তালিকাভুক্ত হতে পারায় নিশিতা ধন্যবাদ জানান বিচারকদের। তিনি বলেন, “একদম সেই ক্লোজআপ ওয়ানের অডিশনের মতোই অনুভূতির মধ্য দিয়ে গিয়েছি। এখনো বিচারকদের সামনে দাঁড়ালে কনফিডেন্স কমে যায়। পা কাঁপে। গান শুনে তাঁরা কী বলবেন—এসব মিলিয়ে উত্তেজনা, চিন্তা কাজ করছিল। আমার জন্য এটা অন্য রকম এক ভালো লাগা।“
সম্প্রতি নিশিতার তিনটি গান মুক্তি পেয়েছে, অপেক্ষায় আছে আরও দুটি। তিনি বলেন, “বিয়ের পরে তেমন কোনো পরিবর্তন আমার মধ্যে আসেনি। এখন কাজের সঙ্গে যোগ হয়েছে সংসার। গান নিয়ে আমার শ্বশুরবাড়ির সবাই খুব উৎসাহ দেন।“

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন