বুড়ো বয়সেও কাজ চাইতে হয়েছে অমিতাভ বচ্চনকে!

সুযোগ পেলেই নিজের কঠিন জীবন-সংগ্রামের কথা উঠান বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। কিন্তু এবার এসব বিষয়ে কথা বললেন তার ছেলে অভিষেক। জীবনের উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়, হাল ছাড়লে চলে না, ইত্যাদি নানা বিষয় নিয়ে বললেন বিগ বির পুত্র। অভিষেক বচ্চন বাবার মতোই নিজের ক্যারিয়ার ও পারিবারিক জীবন নিয়ে কথা বলতে কখনো দ্বিধাবোধ করেন না।

সম্প্রতি ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছেন, ‘তখন আমি বোষ্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। পড়ার মাঝ পথে রেখেই আমাকে ফিরে আসতে হয়। তখন আমরা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। বাবা তখন নতুন ব্যবসা শুরু করেছিল, এবিসিএল’।

অভিষেক বলেন, ‘বাবার আর্থিক সমস্যা দূর করার কোনো যোগ্যতাই আমার ছিলো না। শুধু মনে হয়েছিল, এরকম একটা সময়ে আমার উচিত বাবার পাশে থাকা। তাই ফিরে এসেছিলাম। বাবার কোম্পানিতে প্রোডাকশন বয় হিসেবে কাজ করতাম।’

অভিষেক আরো বলেন, একদিন রাতে তার বাবা এসে তাকে জানান, তার ব্যবসা ভালো চলছে না। আবার অভিনয় ফিরতে চান তিনি। পরদিন সকালে যশ চোপড়ার অফিসে কাজ চাইতে যান। যশ চোপড়াকে গিয়ে বলেন, ‘দেখো আমাকে কেউ অভিনয়ে নিতে চাইছে না। আমার ছবিও ভালো চলছে না। আমার জন্য কি কোনো কাজ হবে?’

পরে অমিতাভ ‘মহব্বতে’ ছবিতে কাজ পান। সেসময় সনি টিভির পর্দায় শুরু করেন জনপ্রিয় অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’। এই দুই প্রকল্পের মাধ্যমে আবার ভাগ্য ফেরে বচ্চন পরিবারের।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন