পাঁচ বছরের প্রেম ও প্রায় দীর্ঘ নয় বছর সংসার জীবন অতিবাহিত করেছেন বলিউডের পাওয়ার কাপল সাইফ-কারিনা। ২০১২ সালে অক্টোবর মাসে সাত বিয়ে করেন এই জুটি। সংসার আলো করে ২০১৬ সালে প্রথম সন্তান তৈমুর জন্মগ্রহণ করে। চলতি বছর ফের আরেকটি পুত্র সন্তান পৃথিবীতে আসে এই দম্পতির। সাইফ-কারিনা জুটি একসঙ্গে কয়েকটি ছবিতে অভিনয়ও করেছেন।
প্রেম করার দিনগুলোতে সাইফ কারিনা কাপুরের সঙ্গে ‘লিভ ইন’ সম্পর্কে জড়াতে চেয়েছিলেন। কিন্তু অভিনেত্রী বলেছিলেন, এ বিষয়ে মায়ের অনুমতি নিতে হবে। কারিনা জানিয়েছেন, সাইফ তাকে বলেছিলেন, তিনি এখন আর পঁচিশ বছরের যুবক নন যে রোজা রাতে তাকে গাড়ি করে বাড়িতে ছাড়তে আসবেন।
হিন্দুস্তান টাইমস-এর তথ্য অনুযায়ী, পরে অভিনেতা সাইফ আলি খান কারিনার বাড়িতে গিয়ে কারিনার সঙ্গে ‘লিভ ইন’ সম্পর্ক স্থাপনের অনুমতি চান। অনুমতি পেয়েও গিয়েছিলেন সাইফ। এরপর যখন বিয়ের প্রস্তাব রাখেন তখনও সম্মতি দিয়েছিলেন কারিনা-কারিশমার মা ববিতা কাপুর।