দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাশ্মিকা মন্দানা এখন ‘আন্তর্জাতিক ক্রাশ’। ‘পুষ্পা’ সিনেমায় ‘স্বামী স্বামী’ গানে নেচে অনেকের হৃদয়ে ঝড় তুলেছেন। সেই রশ্মিকাই এবার পর্দার বাইরে বাস্তব স্বামীকে খুঁজছেন। এমন গুঞ্জন চলছে ভারতের মিডিয়া পাড়ায়।
দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডার সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন এই তারকা। খুব শীঘ্রই নাকি সাত পাকেও বাঁধা পড়তে চলেছেন তারা। এ বছরের শেষেই ছাদনাতলায় দেখা যেতে পারে দক্ষিণের এই অভিনেত্রীকে। এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়ান টুডে।
রাশ্মিকা মন্দানার মতো দক্ষিণী নায়ক বিজয়ের ‘ক্রাশ’ ও কিছু কম নয়। তার ভক্তরা মনে করেন, বিজয়ের হাতেই রয়েছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ। ‘ডিয়ার কমরেড’, ‘গীত গোবিন্দম’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন রাশ্মিকা ও বিজয়।
উল্লেখ্য, দক্ষিণ জয় করে এবার বলিউডে পা রাখছেন রাশ্মিকা মন্দানা। সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘মিশন মঞ্জু’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। এছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ নামে আরেকটি সিনেমায় নাম লিখিয়েছেন রাশ্মিকা।