অভিনেত্রী ফারিহা শাহরিন সম্প্রতি তিনি তার প্রিয়জনের সাথে আংটি বদলের পালাটা শেষ করলেন। দীর্ঘ ৪বছর প্রেম করার পর বিয়ের আসরে বসতে চলছেন এই অভিনেত্রী। তবে অনেকেরই ধারণা এই অভিনেত্রী লুকিয়ে বিয়ের কাজটাও শেষ করেছেন।
সম্প্রতি এই অভিনেত্রী ফেসবুক লাইভে এসেছিলেন, লাইভ চলাকালীন সময় সব প্রশ্নের মাঝে বিয়ে নিয়ে তাকে অনেকেই প্রশ্ন করেছেন।
প্রশ্নের প্রেক্ষাপটে তিনি বলেন, আমি এখনও আমার মা-বাবার বাড়িতেই আছি। আমাদের শুধু আংটিবদল হয়েছে। এটাকে বলে এনগেজমেন্ট। বিয়ে মানে কবুল বলা, স্বামীর বাড়িতে গিয়ে থাকা এছাড়াও অনেক দায়িত্ব। অনেকেই বিয়ে আর এনগেজমেন্ট এর মাঝে পার্থক্য না বুঝেই কথা বলছেন।
তার মতে, বাগদানের দিন তিনি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছিলেন। সেই সাজেই ছবি দেখে হয়তো সবাই ভাবছেন তিনি বিয়ে করেছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তারা বিয়ের কাজ সম্পুর্ন করবেন বলে অভিনেত্রী জানিয়েছেন।
“ব্যাচেলর পয়েন্টের” নাটকের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন এই লাক্স তারকা। এ নাটকটির মাধ্যমে ফারিহা শাহরিন যেনো তার অন্য রকম পরিচিতি লাভ করেছেন। নাটকটিতে তার চরিত্রের নাম ছিল “অন্তরা”।