বিশ্বসেরা মনোনয়ন পেতে যাচ্ছেন আদর্শ গৌরভ।

আদর্শ গৌরভ যার নামটা খুবই অচেনা। অচেনা হলেও কাজ করেছেন বলিউডের সেরা তারকাদের সাথে। কারাণ জহরের নিমির্ত ‘মাই নেম ইজ’ সিনেমায় শাহরুখ খানের শৈশবের রিজওয়ান চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও শ্রদ্ধীয় শ্রীমতী শ্রীদেবীর সাথেও অভিনয় করেছেন ‘মম’ সিনেমায়। এই সকল সিনিমায় অভিনয় করার পরও আদর্শ গৌরভ আলোচনায় না আসলেও পরবর্তীতে ‘দ্য হোয়াইট টাইগার ‘ সিনেমায় মুখ্য চরিত্রে কাজ করায় বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। ‘দ্য হোয়াইট টাইগার ‘ সিনিমায় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও বলিউডের আরও অনেকেই অভিনয় করেছেন। সিনেমাটি নেটফ্লিক্সে রিলিজের পর থেকেই আদর্শ গৌরভের কাজ দেখে অনেক অনেক প্রশংসাও পেয়েছেন। এই সিনেমায় তিনি ‘বলরাম ‘ চরিত্রে অভিনয় করেছেন। আজ হঠাৎই তিনি জানতে পারেন বিশ্বসেরা বি.এফ.টি.এ মনোনয়ন পেয়েছেন তিনি। এই মনোনয়নে সে অনেক খুশি। সেই সাথে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া টুইট করে তাকে অভিনন্দন জানিয়েছেন সবাই আশাবাদী ছিলেন না এমন কিছু হতে পারে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন