স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও পরকীয়ার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন বলিউড অভিনেত্রী আরজু গোভিত্রিকার।
‘বাঘবান’ চলচ্চিত্র এবং ‘নাগিন ২’ টিভি শো-এর এই অভিনেত্রী জানান, স্বামী সিদ্ধার্থ সাভারওয়ালের শারীরিক ও মানসিক নির্যাতন এবং পরকীয়া সম্পর্কের কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ভারতের শীর্ষ এক দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে নির্যাতনের বর্ণনা দিয়ে আরজু বলেন, “যথেষ্ট হয়েছে, আমি আর সহ্য করবো না। নিজের আত্মসম্মান গিলে ফেলে সর্বোচ্চ চেষ্টা করেই গেছি। কিন্তু আর এগোনোর উপায় নেই, সিদ্ধার্থের সঙ্গে আর সম্ভব না।“
২০১৯ সালে আরজু সিদ্ধার্থের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, “এতদিন আমি গণমাধ্যমের সঙ্গে কথা বলিনি, দুই বছর আগে যখন সাংবাদিকেরা ফোন দিয়েই যাচ্ছিলো, তখনও। কিন্তু আজ বলবো… কোনো কোনো দিন আমাকে প্রচণ্ড মারধর করা হতো, আর আঘাতের দাগ দেখা যাবে তাই আমি বাইরে বের হতে পারতাম না।”
বিয়ের দুই বছরের মাথায় সিদ্ধার্থ প্রথম তাঁর গায়ে হাত তোলেন বলে জানান আরজু। সিদ্ধার্থের বিরুদ্ধে মানসিক অভিযোগও আনেন তিনি। সন্তান জন্মের পর সিদ্ধার্থ পরকীয়ায় জড়িয়ে পড়েন। আরজু জানান, উপর্যুপরি নির্যাতনে তিনি অজ্ঞান হয়ে পড়তেন, আর তাঁর কাছে এসব অভিযোগের পক্ষে সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য প্রমাণ আছে।
আরজুর অভিযোগের বিপরীতে কোনো মন্তব্য করতে রাজি হননি সিদ্ধার্থ।