বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন-পরবর্তী ফলাফল নিয়ে নানা উস্কানিমূলক টুইট করার ফলে টুইটার কর্তৃপক্ষ স্থায়ীভাবে তার টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছে।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, তার বির্তকিত টুইটের ফলে ভারতীয় ফ্যাশন ডিজাইনাররা তাকে বয়কট করার সিদ্ধান্ত নেন। তারা পরবর্তীতেও তার সাথে কোনো রকম সম্পর্ক না রাখার প্রতিশ্রুতি দেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
ডিজাইনার রিমঝিম দাদু তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, “সঠিক কাজটি করতে কখনো দেরি করবেন না ! আমরা আমাদের সামাজিক চ্যানেলগুলি থেকে অতীতের সমস্ত পোস্ট সরিয়ে দিচ্ছি এবং তার (কঙ্গনা) সাথে ভবিষ্যতে কোনো সম্পর্কে না জড়ানোর অঙ্গিকার করছি।”
ডিজাইনার আনন্দ ভূষণ টুইট করে লিখেছেন, ‘এই ঘটনার পর আমাদের সোশ্যাল মিডিয়ার পেজে কঙ্গনা সম্পর্কিত সমস্ত কিছু আমরা মুছে দিচ্ছি। সরিয়ে ফেলছি। ভবিষ্যতে তার সঙ্গে কোনও রকম সম্পর্ক রাখা হবে না। আমাদের সংস্থার তরফে, সে ব্যাপারেও কথা দেওয়া হচ্ছে। কারণ বরাবরই আমাদের সংস্থা বিদ্বেষমূলক মন্তব্যের বিরোধী!’
সেই সাথে এই ডিজাইনার কঙ্গনার সাথে জড়িত হওয়ার আগে দুবার ভাবতে আহবান জানান।