বিদায় নির্মাতা সাজেদুল আওয়াল শামীম

চলচ্চিত্র বিষয়ক লেখক, গবেষক ও শিক্ষক সাজেদুল আওয়াল আর নেই। করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি। প্রথম আলোকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নাট্যকার, নাট্যপরিচালক ও অভিনেতা মামুনুর রশীদ।

নাসির উদ্দীন ইউসূফ বাচ্চুও এক ফেসবুক পোস্টে সাজেদুল আওয়াল এর মৃত্যুর খবর জানান। তিনি লিখেছেন, প্রিয় নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা,গবেষক ও ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাকালীন সদস্য সাজেদুল আওয়াল আর নেই। আজ (১৫এপ্রিল) সন্ধ্যায় এই গুণী ব্যক্তি তার নিজ বাসায় প্রয়াত হন। কোভিড-পরবর্তী জটিলতায় তিনি মারা গেছেন।

পোস্টের নিচে সাংসদ সদস্য সুবর্ণা মোস্তফা লিখেছেন, ‘এটা মেনে নেওয়া যায় না। আহা শামীম সেদিনই তো কথা হলো। শান্তিতে ঘুমান প্রিয় বন্ধু।’

অভিনেতা তারেক আনম খান লিখেছেন, ‘আর নিতে পারছি না। শামীম… এটা কি হলো বন্ধু!’

২০১৭ সালে মুক্তি পেয়েছিল সাজেদুল আওয়াল পরিচালিত ‘ছিটকিনি’ সিনেমা।

 

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন