সুপারস্টার বিজয় সেতুপতির ৬৫তম সিনেমা ‘বিস্ট’ নিয়ে চলছে নতুন এক গুঞ্জন। জানা গেছে, এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা শাহরুখ খানকে।
ফিল্মিবিট-এর খবর অনুযায়ী, ভারতের চলচ্চিত্র বিশ্লেষক প্রশান্ত রঙ্গস্বামীর এক টুইটে এমন আভাসই মিলেছে। বিজয়ের ‘বিস্ট’ সিনেমায় অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে শাহরুখকে।
অন্যদিকে, তামিল সিনেমার খ্যাতিমান পরিচালক অ্যাটলির নাম চূড়ান্ত না হওয়া এক সিনেমায় শাহরুখ খানের অভিনয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে। শাহরুখের বিপরীতে সেই সিনেমায় দেখা যাবে তামিল নায়িকা লেডি সুপারস্টার নয়নতারাকে। সেই সিনেমাতে অতিথি শিল্পী হিসেবে আবার দেখা যাবে বিজয় থালাপতিকে।
‘বিস্ট’ সিনেমাটির পরিচালক নেলসন দিলীপকুমার। বিজয়ের বিপরীতে এই সিনেমায় নায়িকা পূজা হেজ। ‘বিস্ট’র জন্য বিজয় পারিশ্রমিক পাচ্ছেন ১০০ কোটি রুপি।