আবারও একসঙ্গে বিজ্ঞাপনে মডেল হলেন জনপ্রিয় ঢালিউড তারকা শাকিব খান ও নুসরাত ফারিয়া।
বার্জার পেইন্টস রেডিয়েন্সের একটি বিজ্ঞাপনে জুটি হয়ে আসছেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। গতকাল ও আজ রাজধানীর মেরাদিয়ার একটি বাড়িতে তারা বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন সামিউর রহমান, আর প্রযোজনায় আছেন দিদারুল ইসলাম শিশির।
শাকিব বলেন, “চার-পাঁচ মাস আগেই এই বিজ্ঞাপনের চুক্তি করেছিলাম। তাদের আয়োজন ও ভাবনা ভালো লেগেছে বলেই কাজটা করছি। এই প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও শুভেচ্ছাদূত হিসেবেও চুক্তিবদ্ধ হয়েছি।“ এর আগে শুভেচ্ছাদূত হয়ে এসএমসি ওরস্যালাইন-এন-এর বিজ্ঞাপনেও কাজ করেছিলেন তিনি।
প্রযোজনা সংস্থা ইন্ডি রিলস প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত বিজ্ঞাপনটিতে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও লুইপা। সুর করেছেন প্রীতম হাসান।
ফারিয়া বলেন, “আগামী দু’বছরের জন্য আমরা বার্জার পেইন্টসের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করব। বিজ্ঞাপনের শুটিংয়ের মধ্য দিয়ে এই পথচলা শুরু হলো।”
শাকিব ও ফারিয়া এর আগে টেলিকম প্রতিষ্ঠান বাংলালিংকের একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন।