বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির সঙ্গীত বিষয়ক ‘ইয়াং স্টার’ রিয়েলিটি শোতে বিচারক হবেন ইবরার টিপু এবং প্রতীক হাসান।
আরটিভিতে তরুণদের জন্য আয়োজিত সঙ্গীত বিষয়ক ‘ইয়াং স্টার’ রিয়েলিটি শোতে বিচারক হিসেবে কণ্ঠশিল্পী পড়শীর নাম আগেই ঘোষণা করা হয়েছিল। ‘গলা ছেড়ে গাও’ স্লোগানের এই অনুষ্ঠানে এবার বিচারকের আসনে যোগ দিলেন সুরকার, গায়ক ও সঙ্গীত পরিচালক ইবরার টিপু এবং কণ্ঠশিল্পী প্রতীক হাসান।
ইবরার বলেন, “ভালো উদ্যোগের মাধ্যমে দেশের শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদান রাখছে চ্যানেলটি। তাদের নতুন এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে। আশা করি, ভালো কিছু শিল্পী তুলে আনতে পারব। যারা পরবর্তীতে দেশের সংগীতাঙ্গনে অবদান রাখতে পারবে।“
ইবরার এর আগে রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে কাজ করলেও ক্যারিয়ারে প্রথমবারের মতো এই ভূমিকায় আসছেন প্রতীক। তিনি বলেন, “একেবারেই ভিন্ন কনসেপ্টের এই আয়োজনের সঙ্গে আমি যুক্ত হতে পেরে আনন্দিত। আমার ক্যারিয়ারে প্রথম কোনও সংগীতবিষয়ক রিয়েলিটি শো’র বিচারক হতে যাচ্ছি। আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সঠিকভাবে পালনের চেষ্টা করব।“
‘ইয়াং স্টার’ রিয়েলিটি শোটির নিবন্ধন চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। ১২ থেকে ২২ বছরের যে কেউ এতে অংশ নিতে পারবেন। যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা একটি বাদ্যযন্ত্রের সঙ্গে গেয়ে মুঠোফোনে ভিডিও ধারণ করে আরটিভি প্লাস অ্যাপের ‘রেজিস্ট্রেশন নাউ’ বাটনে ক্লিক করে যথাযথ তথ্য পূরণের মাধ্যমে ভিডিওটি পাঠিয়ে দিতে হবে। rtv.youngstar@gmail.com ঠিকানায় অথবা www.facebook.com/Rtvrealityshows এর মাধ্যমেও প্রতিযোগীরা গান পাঠাতে পারবেন।