বিগ বসের প্রস্তাব পেয়েছেন বালিকা বধূর নেহা

সুপারস্টার সালমান খানের উপস্থাপনায় ভারতের আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বস’। মাস খানেক আগে ‘বিগ বস-১৪’ সিজন শেষ হয়েছে। এরই মধ্যে ‘বিগ-বস-১৫’-এর প্রস্তুতি চলছে। কারা হচ্ছেন নতুন সিজনের প্রতিযোগী- এনিয়ে আলোচনার শেষ নেই।

ইন্ডিয়া টুডের তথ্য মতে, টেলিভিশন অভিনেত্রী নেহা মর্দাকে ইতিমধ্যে বিগ বস থেকে প্রস্তাব দেয়া হয়েছে। এক সাক্ষাৎকারে নেহা এতথ্য নিশ্চিত করেছেন। তবে অংশগ্রহণ করবেন কিনা এবিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। তবে এবারের পর্ব নিয়ে তার প্রবল আগ্রহ রয়েছে- তা বুঝিয়ে দিয়েছেন। তিনি জানান, এই লকডাউন পরিস্থিতি তার সমস্ত চিন্তাভাবনা পাল্টে দিয়েছে। অংশ নেবেন কি নেবেন না তার জবাব না দিলেও বলেছেন, বিগ বসের ঘরে টিকে থাকার মতো সক্ষমতা তার আছে।

ভারতের জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’-তে গহনা চরিত্রে অভিনয় করে আলোচনায় উঠে এসেছেন নেহা। সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে তার অসংখ্য ভক্ত। ঘরে ঘরে তার চর্চা। কালার্স টিভির বালিকা বধূ ভারতের প্রথম ধারাবাহিক নাটক যা ২ হাজার পর্ব অতিক্রম করেছে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন