নিজের বাড়ি বিক্রি করে দিলেন অমিতাভ বচ্চন। ২৩ কোটি টাকার বিনিময়ে পরিচিত এক ব্যবসায়ীর কাছে বাড়িটি বিক্রি করে দিয়েছেন ‘বিগ বি’, এমন খবরই এসেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এ।
অবাক হচ্ছেন? না মুম্বাই এর ‘জলসা’ কিংবা ‘প্রতীক্ষা’ নামের বাড়ি বিক্রি করেননি বলিউড ‘শাহেনশাহ’।
আসলে দিল্লিতে ‘সোপান’ নামে তার আরেকটি বাড়ি ছিল। যা অনেকেরই অজানা। সেই ‘সোপান’ই বিক্রি করে দিলেন তিনি। এই বাড়িতেই থাকতেন অমিতাভের মা তেজি বচ্চন ও বাবা হরিবংশ রাই বচ্চন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দিল্লির এই বাড়িটি নিয়ে অনেক স্মৃতিকথা শেয়ার করতেন অমিতাভ। মাঝে মধ্যে বেড়াতেও যেতেন সেখানে। ছোটবেলার স্মৃতি জড়ানো সেই বাড়িটিই বিক্রি করে দিলেন তিনি ।
নিজোন গ্রুপের মালিক অবনী বাদের কিনেছেন বাড়িটি। অমিতাভের সাথে ৩৫ বছরেরও বেশি সময় ধরে পরিচয় এই ব্যবসায়ীর। অনেক বছর ধরে এই বাড়িতে কেউ না থাকায় ফাঁকা পড়ে থাকতো, সেকারণে বিক্রি করে দেয়া। এখন বাড়িটি ভেঙে নতুন অবকাঠামো তৈরি করা হবে বলে জানিয়েছেন বাড়িটির নয়া মালিক।