টানা ১৭ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন অভিনেতা আলমগীর। ৫ মে দেশের একটি প্রথম সারির পত্রিকাকে নিশ্চিত করেছেন অভিনেতা আলমগীর নিজেই।
করোনা ভাইরাস প্রতিরোধে ১৭ এপ্রিল সপরিবারে ভ্যাকসিন গ্রহণ করেন অভিনেতা আলমগীর। কিন্তু করোনার দ্বিতীয় ডোজ গ্রহণের আগের দিন কাশি দেখা দেয়ায় করোনা পরীক্ষা করান তিনি। যার পরদিন পরীক্ষার ফল পজিটিভ আসে। তারপর হাসপাতালে ভর্তি হন। তিনি এখন সম্পূর্ণ সুস্থ।
তিনি হাসপাতালে থাকা অবস্থায় একবার গুজব রটে অভিনেতা আলমগীর আর নেই। এতে ক্ষুব্ধ হন আলমগীরের স্ত্রী প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। আলমগীরের মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বেশকিছু অনলাইন পোর্টালে।