সংগীত পরিচালক ও শিল্পী হাবিব ওয়াহিদ দ্বিতীয় পুত্র সন্তানের বাবা হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই শেয়ার করলেন এই সুখবর।
৮ জুলাই হাবিব তার ফেসবুকে সদ্য জন্ম নেয়া শিশুটির ছবি শেয়ার করেছেন। শিরোনামে তিনি লিখেছেন, ‘মহান আল্লাহ তায়ালার অনুগ্রহে আমাকে এবং শিফাকে একটি পুত্র সন্তান দান করেছেন। আমরা তার নাম রেখেছি আয়াত, আপনাদের দোয়া প্রার্থনা করছি।’ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হাবিবের স্ত্রী শিফা পুত্র সন্তানের জন্ম দেন।
১২ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের তৃতীয় বিয়ের খবর জানিয়েছিলেন হাবিব। পারিবারিক সম্মতিতে আফসানা চৌধুরী শিফাকে বিয়ে করেন তিনি। বিয়ের সাত মাস যেতেই নতুন খবর দিলেন এই দম্পতি।
উল্লেখ্য, হাবিব ওয়াহিদ ২০০৩ সালে প্রেম করে প্রথম বিয়ে করেন লুবায়নাকে। সাংসারিক মনোমালিন্যের কারণে সেই বিয়ে ভেঙে যায়।
পরবর্তী বাবা মায়ের পছন্দে ২০১১ সালের ১২ অক্টোবর চট্টগ্রামের মেয়ে রেহানাকে বিয়ে করেন। কিন্তু ২০১৭ সালে ১৯ জানুয়ারি সে সংসারেও ভাঙন ধরে। দ্বিতীয় ঘরে তার আলিম ওয়াহিদ নামে একটি পুত্র সন্তান রয়েছে।