দীর্ঘদিন পর বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্রুতি হাসান। ২০০৪ সালে শ্রুতির বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। ১৯৮৮ সালে কমল হাসান ও শারিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দাম্পত্য কলহের কারণে ১৬ বছরের সংসার জীবনে ফাটল দেখা দেয়। শ্রুতি তখন একেবারেই ছোট।
মা-বাবার এই বিচ্ছেদ সম্পর্কে শ্রুতি জানিয়েছেন, তাদের বিচ্ছেদে তিনি খুশি হয়েছিলেন। তিনি আরো জানিয়েছেন, তারা দুজন (বাবা-মা) একসাথে থাকতে চাইতেন না। আর ইচ্ছের বিরুদ্ধে থাকাটা উচিতও নয়।
জুম ডিজিটালকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি বাবা-মায়ের জন্য খুশি কারণ তারা নিজেদের মতো করে বাঁচতে চেয়েছিল। আমি কখনোই চাইনি দুটো মানুষ একসঙ্গে থাকুক- যাদের একসঙ্গে থাকার কোনো কারণই নেই। তবুও তারা মা-বাবা হিসেবে সেরা। আমি মূলত আমার বাবার বেশি কাছের। আমার মাও অসাধারণ মানুষ।’
অভিনেত্রী শ্রুতি হাসান এখন ডিজিটাল সিরিজ ‘সালার’ নিয়ে ব্যস্ত আছেন। যদিও কোভিড পরিস্থিতির কারণে সেই সিরিজের শুটিং বন্ধ আছে।