বাবার সঙ্গে অপি করীমের ছবি তোলা হল না

নিজেন জন্মদিন দৈনকি প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে অভিনেত্রী অপি করীম জানিয়েছেন, ‘মানুষের ভালোবাসার মাঝে এক ধরনের উষ্ণতা থাকে। এটা কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব না। এই উষ্ণতা ছুঁয়ে যাবেই। অগ্রজ-অনুজ-ভক্তরা সবাই শুভেচ্ছা জানাচ্ছেন। শুক্রবার রাত থেকেই টের পাচ্ছি। আমি সবার উত্তর দেয়ার চেষ্টা করছি। আমি তো মনে করেছি, এ ভালোবাসাই থাকুক। যত দিন বেঁচে থাকি। কাজ করি বা না করি, এ ভালোবাসা থাকুক আমার জন্য।’ গত ১ মে ছিল এই জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিন।

পত্রিকাটিকে অভিনেত্রী আরো জানান, ‘আমি জানি যে মা-বাবা সব সময় থাকবে না। জীবনটা এ রকম হবে বুঝিনি। আমি তো আরো ভাবছিলাম, এবারের জন্মদিনটা অন্য রকম হবে। রশ্মি থাকবে কোলে, মা-বাবা পাশে থাকবেন। আমরা সবাই মিলে ছবি তুলবো। কিন্তু তা আর হল কই। আমি তো ভাবতেই পারছি না, পৃথিবীতে আমার বাবা নেই।’
পূরণ হলো না তার মনের ইচ্ছে। প্রিয় বাবার মৃত্যুতে শোকাহত অপি করীম। গত ২৪ মার্চ অভিনেত্রীর বাবা মৃত্যুবরণ করেন

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন