বাবার বায়োপিক বানাবেন দীপিকা

বাবা প্রকাশ পাড়ুকোনের সঙ্গে দীপিকা

বাবা প্রকাশ পাড়ুকোনের জীবনের গল্প নিয়ে সিনেমা বানাবেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন।
দীপিকা পাড়ুকোনের খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে। তার বাবা প্রকাশ পাড়ুকোনও কম নন। ভারতকে ১৯৮১ সালে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিলেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন প্রকাশ পাড়ুকোন। সসাবেক ব্যাডমিন্টন তারকার সেই সফলতার গল্প পর্দায় ফুটিয়ে তোলার পরিকল্পনা করছেন কন্যা দীপিকা। ভারতীয় গণমাধ্যমম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর খবর তাই বলছে।

উল্লেখ্য, এর আগে দীপিকা স্বামী রণবীর সিংহের ছবি ‘৮৩’-র সহ-প্রযোজক ছিলেন । দীপিকার কথায়, “বিশ্বকাপ জেতার আগেই বাবা ব্যাডমিন্টন নিয়ে দেশের মুখ উজ্জ্বল করছিলেন। ১৯৮১ সালে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মর্যাদা অর্জন করেছিলেন।”

আর সেই কারণে প্রকাশ পাড়ড়ুকোনের স্পোর্টস ক্যারিয়ারের গল্প মানুষের জানা উচিত বলে মনে করেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা নিজেই তার এই আগ্রহের কথা জানিয়েছেন।
তবে প্রকাশের চরিত্রে কাকে দেখা যাবে এ বিষয়ে কিছু জাননি এই অভিনেত্রী।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন