২০১৫ সালে মুক্তি পেয়েছিল শাহিদ কাপুর অভিনীত সিনেমা ‘শানদার’। প্রথমবারের মতো এই সিনেমায় বাবা পঙ্কজ কাপুরের সঙ্গে অভিনয় করেছিলেন শাহিদ। শাহিদ কাপুরের ক্যারিয়ারে এটি একটি ব্যর্থ ছবি ছিল, যা তারকা নিজেই জানিয়েছিলেন।
সে সময়ে পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে শাহিদ বলেছিলেন, ‘বাবা খুব ন্যাচারাল অভিনেতা। অন্য দিকে বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার করার সময় আমার মনে হত, আমি ওভার অ্যাক্টিং করে ফেলছি। প্রথম শটে চারটি রিটেক নিয়েছিলাম। যদিও বাবার সঙ্গে কাজ করা, একই ফ্রেম শেয়ার করা আমার জীবনের একটা সুন্দর অভিজ্ঞতা ছিল।’
অভিনয়ের বিষয় নিয়ে তিনি আরও জানান, অভিনয় করার সময় কখনো ভুল হলে তাকে ভুল ধরিয়ে দেননি বাবা পঙ্কজ কাপুর।
অন্য দিকে ছেলের ভুল না ধরিয়ে দেয়ার বিষয়ে পঙ্কজ কাপুর পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি অভিনয় করার সময় নিজের চরিত্র নিয়ে খুব অনিশ্চিত বোধ করি। তাই সেটাতেই বেশি মনোযোগ দেই। আর একজন কো-আটিস্ট হিসেবে শাহিদের ভুল ধরিয়ে দেয়া আমার কাজ নয়।’
দীর্ঘ কয়েকবছর পর বাবা-ছেলের এই জুটিকে আবার একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে ‘জার্সি’ সিনেমায়।