বাবাকে হারিয়ে কাঁদছেন অভিনেত্রী গহর্ খান

 

পৃথিবীকে চির তরে বিদায় দিয়ে চলে গেলেন অভিনেত্রী গহর্ খানের পিতা জাফর আহমেদ খান। বেশ কয়েকদিন যাবত বাধর্কজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি।হাসপাতালে চিকিৎসা ও চলছিল তার।শারীরিক অবস্থায়র অবনতি হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাবার মৃত্যুর পর ভেঙে পরেছেন এই অভিনেত্রী। বাবার উদ্দেশ্যে লিখেছেন শোকবার্তা, বাবাই তার কাছে হিরো ছিলেন। তার বাবার মতো মানুষ হয় না। আজ তিনি বাবার স্মরণে একটি ভিডিও শেয়ার করলেন। বাবাকে হারিয়ে অঝোরে কাঁদছেন গহর্ খান।বাবার স্মরণে তাই এই ভিডিওটা শেয়ার করলেন অভিনেত্রী। এই ভিডিওটি ধারণ করা হয়েছিলো গহর্ এর বিবাহ এর সময়। বাবা তার পাশে ছিলেন এই তো ক’দিন হলো।বাবা নিজে হাতে তার মেয়ের নিকাহ্ করিয়েছিলেন।

প্রত্যেক মেয়ের কাছে তার বাবাই হিরো। অভিনেত্রী গহরে্র কাছেও তাই ছিলেন তার বাবা। মেয়ের বিয়ের সময় সবটা নিজে হাতে সামলিয়েছিলেন তিনি।মেয়েকে তুলে দিয়েছিলেন নতুন একটা পরিবারের কাছে। আজ তিনি আর নেই।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন