করোনার প্রকোপে ভারতে ভয়াবহ অবস্থা। স্বাভাবিক জীবনযাপন হয়ে পরেছে কষ্টের। একের পর এক প্রিয়জন হারিয়েছে দেশটি। চারিদিক যেনো মৃত্যুপুরি! এই কঠিন সময়ে আরেকটি দুঃসংবাদ টালিপাড়ায়।
সংগীত পরিচালক শান্তনু মৈত্র সম্প্রতি ফেসবুকে অ্যাকাউন্টে নিজেই জানালেন পিতা হারানোর শোক বার্তা।
গায়ক তার বাবার সাথে একটি ছবি শেয়ার করে লেখেন, ‘চার কদম, বাস চার কদম চল দো… না সাথে মেরে………… আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার পথ প্রদর্শক আমার বাবাই চলে গেলেন। উনি হাসতে হাসতে গিয়েছেন এবং পূর্ণ মর্যাদার সঙ্গে বিদায় নিয়েছেন। আমি আজীবন এটাই চাইবো আর ভাববো যদি উনি আরও চার কদম আমার সঙ্গে চলতেন। খুব মিস করবো তোমায় বাবা।’
সংগীত পরিবারে জন্ম শান্তনু মৈত্রের। তার বাবা একজন প্রসিদ্ধ সেতার বাদক ছিলেন। বাবার কাছ থেকেই শান্তনুর গানের চর্চা শুরু। কি কারণে তার পিতা মৃত্যুবরণ করেছেন গায়ক তা স্পষ্ট করে জানাননি।