বরেণ্য কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার খুব শিগগিরই হাজির হচ্ছে ‘নীল মাছি’ শিরোনামে একটি গান নিয়ে। গানটির কথা লিখেছেন কবি ও নির্মাতা পলিন কাউসার।
একুশে টিভিকে গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘গানটি এক কথায় চমৎকার ও সাবলীল। কথা ও সুরে ভিন্নতা নিয়ে এসেছেন পলিন। বেশ আনন্দ নিয়ে গেয়েছি। এ ধরণের গানের একটা আলাদা আবেদন আছে যা রুচিশীল শ্রোতাদের কাছে টানতে সক্ষম হবে।’
এই গানটির মিউজিক চিত্রনাট্য ও পরিচালনা করবেন পলিন কাউসার নিজে। গানটি প্রসঙ্গে তিনি জানান, ‘একটি গান শুধুই লিরিক আর টিউনের কোনো মিক্সিং নয় বরং তার চাইতেও বেশী কিছু। সেই সেন্সে কোনো গান যখন আমি লিখি তাতে আমার চেষ্টা থাকে একে একটি অন্যরূপ দেবার যেখানে মানুষ যেন তার নিজস্ব ফিলোসফির সাথে একে মিশিয়ে একটি রিল্যাক্সেশন পেতে পারে। এই গানটি তেমনই যেখানে একই সাথে প্রেম এবং অপ্রেমের ভেতরকার মাঝে একটি কন্ট্যাক্ট ক্রিয়েট হয়েছে। বাপ্পাদার অনবদ্য গায়কী প্রতিটি শব্দকে জীবন্ত করেছে দারুণ ভাবে।’
‘নীল মাছি’ অবমুক্ত হতে যাচ্ছে রাজন সাহার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে। এছাড়া ঈদুল আজহায় ‘শূন্যপুর’ শিরোনামে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এই গায়ক। ফেসবুকে তিনি নিজেই জানিয়েছেন এই তথ্য।