বানসালির ২৫ বছর

৯ আগস্ট বলিউডে ২৫ বছর পূর্ণ হলো পরিচালক সঞ্জয় লীলা বানসালির।

১৯৯৬ সালে ‘খামোশি : দ্যা মিউজিকাল’ দিয়ে বলিউডে যাত্রা শুরু বানসালির। এরপর কাজ করেছেন ‘হাম দিল দে চুকে সানাম’ (১৯৯৯), ‘দেবদাস’ (২০০২), ‘ব্ল্যাক’ (২০০৫), ‘গোলিওন কি রাসলীলা রাম-লীলা’ (২০১৩), ‘বাজিরাও মাসতানি’ (২০১৫) এবং ‘পদ্মাবত’ (২০১৮) চলচ্চিত্র নিয়ে।

“দুর্দান্ত এই যাত্রায় অনেক চ্যালেঞ্জ থাকলেও আমি আগাগোড়াই একে ভালোবেসেছি। দর্শকের প্রচুর ভালোবাসা পাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। তবে এই নয়টি চলচ্চিত্রের একটিও আমার দল ছাড়া সম্ভব ছিলো না। আমার কল্পনাকে সেলুলয়েডে তুলে আনতে ভূমিকা রেখেছেন তাঁরা।“

২৫ বছরের এ যাত্রায় বারবার ভাঙাগড়ার মধ্য দিয়ে গিয়েছেন এ পরিচালক। আর নিজের বানানো প্রত্যেকটি চলচ্চিত্রকেই দেখছেন সমান চোখে।

“চলচ্চিত্র নির্মাণের প্রযুক্তি যত উন্নত হয়েছে, আমি তত ভালো পরিচালক হয়েছি। যেমন, নতুন প্রযুক্তি এবং ভিএফএক্স এখন আমার চলচ্চিত্রের অংশ… তবে গল্প বলার ধরন বদলায়নি।“

চলচ্চিত্রের পাশাপাশি সঙ্গীত পরিচালনায়ও নেমেছেন বানসালি। ‘বাজিরাও মাসতানি’ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।

সম্প্রতি নিজের দশম চলচ্চিত্র গাঙ্গুবাই কাথিয়াওয়াদি নির্মাণ শেষ করেছেন বানসালি।

“এখন আমার সব মনোযোগ ওটার দিকেই। আমার মনে জায়গা করে নিয়েছে এ চলচ্চিত্রটি। দুটি লকডাউনের মধ্যে এটা বানানো আমাদের দলের জন্য কঠিন ছিল। তবু আমরা এর প্রত্যেকটা মিনিটই উপভোগ করেছি। গোটা বিশ্বের কাছে চলচ্চিত্রটি দেখাতে আমি মুখিয়ে আছি।“

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন