অভিনেতা কার্তিক আরিয়ান ‘দোস্তানা-২’ সিনেমা থেকে বাদ পড়লেন। সম্প্রতি বলিউডের একাধিক সংবাদমাধ্যম এমনটাই দাবি করছে।সূত্র বলছে, ছবির চিত্রনাট্য নিয়ে সন্তুষ্ট নন কার্তিক এবং নির্মাতাদের সাথে তা নিয়ে মতভেদ দেখা দেয় অভিনেতার। এছাড়াও শুটিংয়ের জন্য কার্তিকের সময় দিতেও কিছু সমস্যা হচ্ছিল বলে জানা গেছে। ছবির প্রযোজক করণ জোহরের সাথেও তৈরি হয়েছে তিক্ততা। করণ জোহর প্রযোজনা সংস্থার আসন্ন ছবি দোস্তানা-২ থেকে বাদ পড়লেন এই অভিনেতা।
২০১৯ সালে কার্তিক আরিয়ান ও জাহ্নবী কাপুরকে নিয়ে দোস্তানা-২ ছবির ঘোষণা দিয়েছিলেন আরিয়ান। কার্তিকের পাশাপাশি এই সিনেমায় লিড হিরো হিসেবে অভিনয়ের কথা ছিল নবাগত লক্ষ্য লালওয়ানির। কার্তিক বাদ পড়লেও অপর হিরো এবং হিরোইন এই ছবির অংশ হিসেবেই থাকবেন।