পারিশ্রমিক বাড়ানোয় ‘সত্যনারায়ণ কি কথা’ চলচ্চিত্র থেকে বাদ পড়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
‘সত্যনারায়ণ কি কথা’ চলচ্চিত্রের জন্য কার্তিক আরিয়ানের বিপরীতে শ্রদ্ধা কাপুরকে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা নিজেই বেছে নিয়েছিলেন। কিন্তু শোনা যাচ্ছে, শ্রদ্ধা ১০ কোটি টাকা পারিশ্রমিক হেঁকে বসায় প্রযোজক পিছিয়ে গেছেন। শ্রদ্ধার সঙ্গে আলোচনা না এগিয়ে তিনি ‘শেরশাহ’ তারকা কিয়ারা আদভানির সঙ্গে চুক্তির পথে এগিয়েছেন। সাড়ে ৩ কোটি টাকায় ‘সত্যনারায়ণ কি কথা’ চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কিয়ারা।
এর আগে সাজিদ প্রযোজিত ‘বাঘি থ্রি’ চলচ্চিত্রেও শ্রদ্ধা অভিনয় করেছিলেন। ওই চলচ্চিত্রে অবশ্য তিনি ৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।
সাম্প্রতিককালে এর আগেও পারিশ্রমিকের জন্য বলিউড অভিনেত্রীর কাজ হারানোর ঘটনা শোনা গেছে। সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির পরবর্তী চলচ্চিত্র ‘বৈজু বাওরা’ থেকে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের বাদ পড়ার খবর জানা যায়। সহ-অভিনেতা স্বামী রণবীর সিংয়ের সমান পারিশ্রমিক চাওয়ায় তাকে বাদ দেওয়া হয়েছে – শোনা গেছে এমন খবর। গত ৩১ আগস্ট জানা যায়, সেই চরিত্রটির জন্য সঞ্জয়ের প্রযোজনা সংস্থা আলিয়া ভাটের সঙ্গে আলোচনা শুরু করেছে।