পশ্চিমবঙ্গের নাট্যকার বাদল সরকারের লেখা মঞ্চনাটক নিয়ে এবার তৈরি হচ্ছে চলচ্চিত্র ‘শহরের উপকথা’।
বাদল সরকারের ‘বাকি ইতিহাস’ নাটক অবলম্বনে নির্মিত ‘শহরের উপকথা’ চলচ্চিত্রটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা শুভ্র জ্যোতি বসাক বাপ্পা। তিনি বলেন, “সিনেমার মূল গল্প বাদল সরকারকে নিয়ে। মজার ব্যাপার হচ্ছে, মূল গল্পে বাদল সরকার ছিলেন না। এটা একটি চমক। তাঁর চরিত্রে দারুণ অভিনয় করেছেন শুভাশীষ মুখোপাধ্যায়। দারুণ রূপসজ্জায় মনে হবে, অবিকল বাদল সরকারকেই দর্শক দেখছেন।“
‘শহরের উপকথা’ বাপ্পার পরিচালনায় প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রে শুভাশীষ মুখোপাধ্যায় ছাড়াও অভিনয় করছেন জয় সেনগুপ্ত, রাহুল বন্দ্যোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায় প্রমুখ।
শুভাশীষ বলেন, “’শহরের উপকথা’ এমন একটা সিনেমা, যেটা বাংলার নাটক থেকে নেওয়া হয়েছে। সেই নাটকের নাট্যকার সবার তুল্যব্য বাদল সরকার। আমি ভাগ্যবান তাঁর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। সিনেমার মধ্যেই বর্তমান সময়ে এসেছেন বাদল সরকার। নাটক ও বাদল সরকার মিলেমিশে গেছেন সিনেমায়। কী হবে, সেটা ছবি দেখলে বুঝতে পারবেন।“
কয়েক যুগ আগে লেখা ‘বাকি ইতিহাস’ নাটকে দেখানো সামাজিক অসঙ্গতিগুলো এখনও প্রাসঙ্গিক। একে ‘শহরের উপকথা’ চলচ্চিত্রের জন্য কিছুটা নতুন আঙ্গিকে লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা আশরাফ শিশির। তিনি বলেন, “উপমহাদেশের শ্রেষ্ঠ একটি মঞ্চনাটক ‘বাকি ইতিহাস’। এই নাটক থেকে সিনেমার চিত্রনাট্য করতে বলায় আর না করিনি। ষাটের দশকের গল্পটিকে সময় উপযোগী করে তোলা হয়েছে।“
নির্মাতা বাপ্পা জানান, ইতিমধ্যে পুরো শ্যুটিং শেষ। ৩০ আগস্ট চলচ্চিত্রটির টিজার প্রকাশ করা হবে। আগামী মাসেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান তিনি।