বাংলাদেশেও শুরু হলো ‘কোক স্টুডিও’

বাংলাদেশেও যাত্রা শুরু করলো বিশ্বের আলোচিত সংগীত আসর ‘কোক স্টুডিও’। ‌‘কোক স্টুডিও বাংলা’ নামে ইউটিউব চ্যানেলে ‘একলা চলো’ শিরোনামের একটি প্রোমো ভিডিও প্রকাশ করেছে আয়োজকেরা।

যাত্রার বার্তা দিয়ে করা এই মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন অর্ণব, মমতাজ, কনা, মিজান, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, মাশা ইসলাম, অনিমেষ রায়সহ দেশের জনপ্রিয় বহু সংগীতশিল্পী। সংগীত প্রযোজনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব নিজেই।

বাংলাদেশের অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন জানিয়েছে, সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক অনুষ্ঠানটি উদ্বোধন করেন।

নাম থেকেই বুঝা যাচ্ছে ‘কোক স্টুডিও বাংলা’র পৃষ্ঠপোষকতায় আছে বহুজাতিক পানীয় প্রতিষ্ঠান কোকা কোলা। যার সমন্বয় করছে গ্রে ঢাকা। এখন দেখা যাক, ভারত ও পাকিস্তানের ‘কোক স্টুডিও’র মতো বাংলাদেশের আয়োজনটিও সবার মন জয় করতে পারে কিনা।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন