স্বাধীনতা যুদ্ধ শেষে বাংলাদেশে এসে বিভিন্ন স্থানে গান পরিবেশন করেছিলেন সদ্য প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। সেই ঘটনার স্মৃতিচারণ করে লতা মঙ্গেশকর টুইটারে একটি পোস্ট করেছিলেন ২০১৯ সালে। সেই পোস্টে ১৯৭১ সালে বাংলাদেশে এসে সংগীত পরিবেশনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
ভারতের সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর লিখেছিলেন, “নমস্কার, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর বিখ্যাত অভিনেতা সুনীল দত্ত এবং অজন্তা শিল্পীগোষ্ঠীর সঙ্গে বাংলাদেশে গিয়ে আমরা অনেক অনুষ্ঠান করেছিলাম। সেনাবাহিনীর বিমানে করে সবখানে যেতে হতো।”
লতা মঙ্গেশকর বাংলাদেশের চলচ্চিত্রেও গান করেছেন। ১৯৭২ সালে মমতাজ আলীর ‘রক্তাক্ত বাংলা’ নামে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে প্রখ্যাত সংগীত পরিচালক সলিল চৌধুরীর সুরে ‘ও দাদাভাই’ গানটি গেয়েছিলেন। গানটি এখনো মানুষের মনে গেঁথে আছে। বাংলাদেশি চলচ্চিত্রে লতা মঙ্গেশকর এই একটি মাত্র গানই গেয়েছিলেন।