‘বহু বছর ধরেই আমি ওকে চুমু খেয়ে আসছি’

‘দীর্ঘ দিন যাবত আমাদের অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে’ জেনিফার অ্যানিস্টনকে নিয়ে এমন কথা বলেছিলেন বিখ্যাত অভিনেতা পল রাড। তবে কেনোই বা তিনি এমন মন্তব্য করেছিলেন?

বিশ্ব জুড়েই ‘ফ্রেন্ডস’র অসংখ্য অনুরাগী। বেশ কয়েকবছর আগে ‘ফ্রেন্ডস’র শুটিংয়ের কাজ চলছিল পুরোদমে। প্রতিটি এপিসোড দেখা নিয়ে থাকতো সকলের কৌতূহল। জেনিফার অ্যানিস্টন সেই সময়ে প্রথম সারির নায়িকা। তবে শো চলাকালীন সময় এই অভিনেত্রী আর পল রাডকে জড়িয়ে নানা কথা উঠে আসে। তবে তারা কখনোই তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘জি কিউ’ ম্যাগাজিনের এক প্রশ্নের জবাবে জেনিফার জানিয়েছিলেন, পর্দায় তার চুমু খেতে কোনো হীনমন্যতা ছিল না। অভিনেত্রী বলেন, ‘বহু বছর ধরেই আমি ওকে চুমু খেয়ে আসছি।’ অভিনেত্রীর কথাকে সমর্থন দিয়ে ‘অ্যান্ট ম্যান’ ওরফে পল রাড বলেন, ‘আমাদের মধ্যে তো বহু বছরের যৌন সম্পর্ক রয়েছে!’

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন