বলিউড ফিরছে চেনা ছন্দে

করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় এপ্রিল থেকে টানা মে মাসের শেষাবধি লকডাউনে শুটিং বন্ধ ছিল বলিউড ইন্ডাস্ট্রিতে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বলিউড ফিরছে চেনা ছন্দে। লকডাউনের দ্বিতীয় দফা পেরিয়ে ১৪ জুন থেকে শুটিং শুরু হলো বলিউডে।

শুটিংয়ের প্রথম দিনই কাজে ফিরেছেন অমিতাভ বচ্চন। একথা জানালেন তার ইনস্টাগ্রাম প্রোফাইলে। শুটিংয়ে যাওয়ার সময় গাড়িতে বসে একটি সেলফি শেয়ার করেছেন তিনি।

ছবিতে দেখা যাচ্ছে মুখে মাস্ক, চোখে চশমা পরা অবস্থায় সেলফি তুলেছেন তিনি। ছবিটি শেয়ার করে তিনি শিরোনামে লিখেছেন, ‘সকাল ৭টা বাজে। কাজে যাচ্ছি। মুখে প্যাঙ্গোলিন মাস্ক আর মনে নতুন উদ্যোম নিয়ে।’ সেই সাথে তিনি আরও যুক্ত করেন, ‘প্রতিদিন নানা ভাবে পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোয়’।

তবে অভিনেতা অমিতাভ বচ্চন এই করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষকে আর্থিক সহায়তাও করেছেন। কোন তহবিল গঠন না করেও ব্যক্তিগতভাবে অর্থ সহায়তা করেছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন