‘বিশ্ব মা দিবস’ মে মাসের দ্বিতীয় রবিবার সমগ্র বিশ্বে পালিত হয় এই দিবসটি । তবে প্রত্যেক সন্তানের কাছে প্রতিটি দিনই মা দিবস।
সব দিনের চেয়ে এ দিনটিতে সন্তানরা মায়েদের প্রতি একটু ভিন্নভাবে ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে থাকে। কেউ বা মায়ের পছন্দের কোনো জিনিস, খাবার, ফুল থেকে শুরু করে কেক কেটেও এই দিনটি উদযাপন করে থাকেন।
অভিনেতা সালমান খান সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার মায়ের ছবি শেয়ার করে লিখেছেন, ‘মা দিবসের শুভেচ্ছা ‘।
অক্ষয় কুমার তার মায়ের সাথে ছবি শেয়ার করে লিখেছেন, ‘মায়ের থেকে বড় আর কেউ নেই।’
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরি দীক্ষিত পোস্ট করে লিখেছেন, ‘প্রতিদিনই মায়ের কাছ থেকে নতুন কিছু শিখি, শেখাটাকে প্রতিদিনই কাজে লাগাই। ‘
কমেডিয়ান তারকা জনি লিবার তার মায়ের সাথে ছবি শেয়ার করে লিখেছেন, ‘মায়ের মমতা আমার শক্তি।’