ইরোটিক রোমান্টিক ‘৩৬৫ ডেজ’ সিনেমার মাধ্যমে ইতালিয়ান তারকা মিকেলে মোরনে আর্ন্তজাতিক পর্যায়ে জনপ্রিয় হয়ে উঠেন। বলিউড নির্মাতা করণ জোহরের হাত ধরে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে মিকেলের। তবে এর আগেও তিনি বলিউডে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। শুধু তাই নয় ইনস্টাগ্রামে তিনি অনুসরণ করেন করণ জোহরকে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, করণ জোহরের হাউস থেকে ইতিমধ্যে মিকেলে মোরনের সাথে যোগাযোগ করা হয়েছে। সব কিছু পরিকল্পনা মোতাবেক চললে ধর্মা প্রোডাকশনের পরবর্তী কোন সিনেমাতে দেখা যাবে এই তারকাকে।
করণ চাইলে সবই সম্ভব, এর আগেও তিনি পাকিস্তানি তারকা ফাওয়াদ খানকে নিয়ে ‘কাপুর অ্যান্ড সন্স’ ও ‘অ্যায় দিল হে মুশকিল’ ছবিতে কাজ করেছিলেন। তবে এ নিয়ে বেশ কিছু সমস্যায় পড়তে হয়েছিল তাকে এমনটাও জানা গেছে।
অভিনয়ের পাশাপাশি মিকেলে মোরনে গান করেন ও ছবি আঁকেন। ইনস্টাগ্রামে প্রায়ই তার আঁকা ছবি শেয়ার করতে দেখা যায় তাকে।