বলিউডে বাড়ি কেনার ধুম

পর্দার তারকাদের প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া খবর নিয়ে তাদের অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। তাদের পোশাক, বিলাসবহুল বাড়ি-গাড়ির খবর জানতেও তুমুল আগ্রহী ভক্তরা। তাই তারকাদের ব্যক্তিগত জীবনের খবর থাকে জনপ্রিয়তার তুঙ্গে। এবার খবরের শিরোনাম হলেন বলিউডের অন্যতম তারকা কাজল ও অজয় দেবগান দম্পতি। কারণ নতুন বাড়ি কিনেছেন তারা।

এর আগে জাহ্নবী কাপুর, অর্জুন কাপুর, হৃতিক রোশন, আলিয়া ভাট, সানি লিওন ও অমিতাভ বচ্চনের পর মুম্বাইয়ের জুহুতে ৫৯০ স্কয়ার ইয়ার্ডের বাড়ি কিনলেন অজয় দেবগান। বাড়িটির মূল্য ৬০ কোটি রুপি যা বাংলাদেশি টাকায় ৭০ কোটি টাকা।

টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, গত বছর নভেম্বরে নতুন এই বাড়ি কেনার প্রক্রিয়া শুরু করেছিলেন অজয়। এ বছর এপ্রিলে সেই প্রক্রিয়ার সমাপ্তি হলো। বাড়িটি তাদের পুরনো বাড়ি ‘শক্তি’র কাছাকাছিই। জানা গেছে, বর্তমানে তারা নতুন বাড়ি সাজাতে ব্যস্ত।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন