বলিউডের ৯ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিনোদন জগতের ৯ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন হয়রানির অভিযোগ তুলেছেন বলিউডের এক মডেল। গত ২৬ মে মুম্বাইয়ের বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

‘ফালতু’ ও ‘ইয়াঙ্গিস্তান’ সিনেমার অভিনেতা জ্যাকি ভাগনানি, আলোকচিত্রী কলস্টোন জুলিয়ান, ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কোয়ান এন্টারটেইনমেন্ট-এর প্রতিষ্ঠাতা অনির্বাণ দাস ব্লাহ এবং টি-সিরিজের কৃষাণ কুমারের মতো প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে এসেছে অভিযোগের পাতায়। জ্যাকি ভাগনানি প্রখ্যাত প্রযোজক বাসু ভাগনানির ছেলে।

মিড ডে পত্রিকাকে অভিযোগকারী জানিয়েছেন, ‘অভিযোগ জমা করার এতোদিন পর ওই হাই -প্রোফাইল ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ এফআইআর নথিভুক্ত করেছে। তবে এখনো তাদের কেউ গ্রেফতার হয়নি।’ তবে বান্দ্রা পুলিশ জানিয়েছে, তারা অভিযোগের ভিত্তিতে প্রমাণ সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে।

ওই মডেল আরো জানিয়েছেন, এক অভিযুক্ত তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। তিনি আরো বলেন, বান্দ্রার এক হোটেলে তিনি জ্যাকি ভাগনানির যৌন নির্যাতনের শিকার হন। পরে নিখিল কামাত তাকে সান্তাক্রুজের এক হোটেলে যৌন নির্যাতন করেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন