বলিউডে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের দুই তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও মেহজাবীন চৌধুরী।
খ্যাতনামা বলিউডি নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সুযোগ পেয়েছিলেন মিম ও মেহজাবীন। তবে গল্পে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করায় এই প্রস্তাবে সায় দেননি কেউই।
মিম বলেন, “(কোরবানির) ঈদের আগে একটি মেইল পাই। এরপর সেক্রেড গেমস, দেব ডি, ছপাক-খ্যাত কাস্টিং ডিরেক্টর গৌতম কিষান চন্দানির সহযোগী সোফিয়া খান আমার সঙ্গে কথা বলেন। আমার চরিত্রটি সম্পর্কে বিস্তারিত জানান। গল্পটি পড়ার পর দেখি, এটা পলিটিক্যাল জনরার গল্প। গল্পে বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। বাংলাদেশের রাজনীতি এবং আরও কিছু বিষয়ে সঠিকভাবে না জেনে গল্পটি তৈরি করা হয়েছে। সবকিছু ভেবে মনে হয়েছে, এ ধরনের ভুল উপস্থাপনের কোনও কিছুতে আমার যুক্ত হওয়াটা ঠিক হবে না। আমার পরিচিত কয়েকজনের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করলে তারাও একই মত দেন। এরপর বিনয়ের সঙ্গে আমি তাদের না করে দিই।“
মেহজাবীন জানান, জুলাইয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে এই প্রস্তাব দেওয়া হয়। বলিউডের চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেকের সুযোগ হয়েছিল তার। তিনি বলেন, ‘‘বলিউডের গুণী পরিচালক বিশাল ভরদ্বাজের ছবির কাস্টিং ডিরেক্টর আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। শুরুতে বিশ্বাস না হলেও পরে বুঝতে পারি, তারা গল্পের প্রয়োজনেই বাংলাদেশের কোনও অভিনেত্রীকে খুঁজছেন। এরপর পুরো গল্পের সিনপসিস দেখতে চাই। পলিটিক্যাল জনরার এই গল্পে বাংলাদেশের এমন কিছু রাজনৈতিক ইস্যু তুলে ধরা হয়েছে, যা ব্যক্তিগতভাবে আমার পছন্দ হয়নি। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এ ধরনের কোনো গল্পে নিজেকে জড়াতে চাইনি বলেই না করে দিয়েছি।’’’
বিশাল ভরদ্বাজ এর আগে ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’ প্রভৃতি চলচ্চিত্র নির্মাণ করেছেন।