তারকাদের একটা অন্যতম মজার গেম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নোত্তর পর্ব। প্রায়ই তারকাদের দেখা যায় তাদের অনুরাগীদের সাথে যোগাযোগ সক্রিয় রাখতে এই পদ্ধতি অবলম্বন করতে।
৩০ মে অভিনেতা বরুণ ধাওয়ান ইনস্টাগ্রামে অনুরাগীদের জন্য প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। সেখানে তারকার এক ভক্ত তাকে প্রশ্ন করেন তার প্রিয় গান কি ? জবাবে ধাওয়ান বলেন ‘ভিগি ভিগি’।
২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা ‘গ্যাংস্টার’। এই সিনেমায় ‘ভিগি ভিগি’ গানে কণ্ঠ দিয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক, গীতিকার ও গিটারিস্ট জেমস। গানটি প্রকাশিত হওয়ার পর ভারতীয় উপমহাদেশের শ্রোতাদের কাছ থেকে তুমুল সাড়া পেয়েছিলেন জেমস। এই গানের গীতিকার ছিলেন ময়ুর পুরী এবং সুর দিয়েছিলেন প্রীতম চক্রবর্তী। অনুরাগ বসুর পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেন ইমরান হাশমি ও কঙ্গনা রানাওয়াত।
সর্বশেষ ২০১৩ সালে জেমস ‘ওয়ার্নিং’ সিনেমায় ‘বেবাসি’ গানে কণ্ঠ দিয়েছিলেন।