বানসালির সিনেমায় মাধুরি দীক্ষিত

বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী রেখার পর যদি কেউ মুজরা নৃত্যের জন্য দর্শকের মন জয় করেন তিনি হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মাধুরি দীক্ষিত। ২০০২ সালে পরিচালক সঞ্জয়লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমায় চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করে ফিল্মি ক্যারিয়ারে অন্যতম সাফল্য অর্জন করেন তিনি। মাধুরির মোহনীয় নাচ, রূপ, দক্ষ অভিনয়ে মুগ্ধ হননি এমন দর্শক খুঁজে পাওয়া বিরল।

দীর্ঘ ১৯ বছর পর ফের একবার পর্দায় একসাথে কাজ করতে দেখা যাবে সঞ্জয় লীলা বানসালি ও মাধুরী দীক্ষিতকে। বলিউড হাঙ্গামার সূত্র অনুযায়ী, এবার পরিচালক বানসালির নির্দেশনায় অভিনয় করতে দেখা যাবে মাধুরিকে। ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সের জন্য তৈরি করা ‘ম্যাগনাম ওপাস হীরা মান্ডি’-তে অভিনয় করার জন্য মাধুরীকে প্রস্তাব করেছেন পরিচালক। একটি নাচের সিকুয়েন্স’র জন্য অভিনেত্রী সমর্থনও জানিয়েছেন তার প্রস্তাবে। জানা গেছে, এই চরিত্রে অভিনয় করার জন্য বিরাট অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন তিনি।

বিশাল বাজেটে তৈরি হতে চলছে এই সিনেমাটি। দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোনাক্ষী সিনহা ও হুমা কুরেশিকে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন