বছর না ঘুরতেই সংসারে ভাঙন দেখা দিল নেহা কাক্কারের ? হঠাৎই পরিচয় এবং দুই পরিবারের সমর্থনে সাত পাঁকে বাঁধা পরেন নেহা ও রোহন প্রীত সিং। এবার কি এমন ঘটলো যার ফলে মারপিট শুরু করে দিলেন এই দম্পতি! সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে লাগলো এ জুটির ধারণকৃত দৃশ্য।
তবে নেহা মানেই ড্রামা কুইন। এর আগে আদিত্য নারায়ণকে নিয়ে বিয়ের নাটক সাজিয়েছিলেন। রোহনের সাথে বিয়ের একমাস না যেতেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন গর্ভবতীর হওয়ার খবর। সেটা ছিল তার নতুন গানের প্রোম্যোশনাল একটি পদ্ধতি। এবারও ঘটনা ঠিক তাই।
সম্প্রতি গায়িকা নেহা কাক্কার তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে রোহনের সাথে চুলোচুলির করার দৃশ্য। ভিডিওটি পোস্ট করে নেহা শিরোনামে লিখেছেন,’খেয়রু তেনু মে দ্যাস্সা।’ এটা নেহা ও রোহনের নতুন মিউজিক ভিডিওর শিরোনাম।