বইমেলায় আসছে যীশু সেনগুপ্তের আত্মজীবনী নিয়ে লেখা “আবহমান”

টলিউডে খুব ছোট বয়স থেকেই অভিনয়ে পা রাখেন যীশু সেনগুপ্ত। গত সোমবার দে’জ প্রকাশনা সংস্থার ঘোষণায় জানা যায়, এবার কবি সন্দীপ চক্রবর্তী ২০২২ এর বই মেলায় প্রকাশ্যে আনবেন যীশু সেনগুপ্ত এর আত্মজীবনী “আবহমান-জার্নি সো ফার” ।

এই বইটির একাংশে যীশুর জীবনের খুঁটিনাটি বিষয় গুলো সম্পর্কে তুলে ধরবেন লেখক। এর আগেও এই প্রকাশনা থেকে সাবিত্রী চট্টোপাধ্যায়, উত্তমকুমার, ঋতুপর্ণা ঘোষ প্রমুখ ব্যক্তিদের নিয়ে লেখা হয়েছিল আত্মজীবনী মূলক বই। প্রশ্ন জাগে সবারই মনে কি অবদান আছে যীশুর যার ফলে এই প্রকাশনা যীশুকে নিয়ে ‘বায়োপিক’ বের করছে।

আনন্দবাজার পত্রিকা সূত্র ধরে জানা গেছে, এই বইটিতে যীশু সেনগুপ্তের সম্পর্কে সব তথ্যই থাকবে। কিভাবে একজন ক্রিকেট অলরাউন্ডার হয়েও পেশা বদল করে কিভাবে অভিনয় জগতে পা রাখলেন। বাংলার পাশাপাশি দক্ষিণী ছবির দুনিয়ায় নিজেকে প্রতিস্থাপিত করছেন। অনেক ভালো কাজ করার পরেও কি বাঁধা পরায় পিছু পা হতে হয়েছিল এই অভিনেতার।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন