ফের ভাইরাল সাইফের ভিডিও

অভিনয়ের পাশাপাশি সাইফ আলি খান একজন বইপোকাও। এই অভিনেতার সংগ্রহে রয়েছে দেশ-বিদেশের দারুণ সব বই। কিন্তু কবিতার সাথে যে তার  বিস্তর দুরত্ব ছিল তা নিজের মুখেই স্বীকার করেছেন তিনি।

রঙিন জীবনযাপনের বাহিরে মুখ ফেরান না তারকারা। তবে অভিনেতা সাইফ আলি খান একেবারেই ভিন্ন। সাইফ আলি খান বই পড়তে অসম্ভব ভালোবাসেন। দেশে-বিদেশের নানান গল্প, উপন্যাস, বইয়ের প্রতি বিশেষ দূর্বলতা রয়েছে অভিনেতার। শুটিংয়ের ফাঁকে তাকে বই হাতে ব্যস্ত থাকতে দেখা গেছে। গতবছর লকডাউনের বাড়িতে বেশিরভাগ সময় বই পড়ে কাটিয়ে দিয়েছেন অভিনেতা।এমনি এক চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন অভিনেত্রী কারিনা কাপুর। ছবিতে দেখা যাচ্ছে ঘরের এক কোণায় অভিনেতা মনোযোগ দিয়ে বই পড়ছেন। আলমারিতে দেখা যাচ্ছে সারিসারি বই। সে ছবি নেটিজনদের চোখ এড়ায়নি।

সম্প্রতি, ভাইরাল হওয়া এক সাক্ষাৎকারের একটি অংশে অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি ধরনের কবিতা পড়তে ভালোবাসেন? অভিনেতা জবাবে বলেছিলেন, ‘ধুর,এটা কোনো বয়স হলো কবিতা পড়ার? তবে আমার ঠাকুমা অসম্ভব বই পড়তেন, বাবাও কবিতা ভালোবাসতেন!’

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন